যিহোশূয় ও কালেবের ঈশ্বরের প্রতিজ্ঞায় দৃঢ় বিশ্বাস ছিল।
যদিও কনান, যা ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন সেখানে দৈত্যাকার লোকেরা ছিল, যিহোশূয় ও কালেব নিশ্চিতভাবে বিশ্বাস করেছিল যে ঈশ্বর অবশ্যই তাদের সেটা দেবেন।
কালেবের মত, যে ৮৫ বছর বয়সেও প্রতিজ্ঞা করা দেশ জয় করতে দ্বিধা করে নি, এই যুগে আমাদেরও যিহোশূয়ের ও কালেবের মত একই বিশ্বাসের সাথে স্বর্গের আশা করা উচিৎ।
যেভাবে ঈশ্বর কনানের পথে যিহোশূয় ও কালেবের সাথে ছিলেন, আজ আমরা অনুভব করতে পারি যে, ঈশ্বরের মণ্ডলীর সুসমাচার সারা জগতে দ্রুত ছড়িয়ে পড়ার জন্য খ্রীষ্ট আনসাংহোং এবং মাতা ঈশ্বর সর্বদা পথ খুলে দিচ্ছেন।
আমি তোমাদিগকে যে দেশে বাস করাইব বলিয়া হস্ত উত্তোলন
করিয়াছিলাম, সেই দেশে তোমরা প্রবেশ করিবে না, কেবল
যিফূন্নির পুত্র কালেব ও নূনের পুত্র যিহোশূয় প্রবেশ করিবে।
গণনা পুস্তক ১৪:৩০
সদাপ্রভুর দাস মোশির মৃত্যু হইলে পর সদাপ্রভু নূনের পুত্র
যিহোশূয় নামে মোশির পরিচারককে কহিলেন,
… বলবান হও ও সাহস কর; কেননা যে দেশ দিতে ইহাদের
পিতৃপুরুষদের কাছে আমি দিব্য করিয়াছি, তাহা তুমি
এই লোকদিগকে অধিকার করাইবে। … কেননা তুমি যে কোন
স্থানে যাও, সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্ত্তী।
যিহোশূয় ১:১-৯
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি