স্বর্গীয় পরিবার হল পৃথিবীর পরিবারের আসল (ইব্রী ৮:৫)।
ঈশ্বরের সন্তান হিসাবে, আমরা যেখানেই থাকি সাহসের সাথে
আমাদের স্বর্গীয় পিতামাতা—পিতা ঈশ্বর
ও মাতা ঈশ্বরের বিষয়ে গর্ব করা উচিৎ।
(এই বিষয়ে একটি কাহিনি--একজন পুত্র যে তার মায়ের বলিদান থেকে
মুখ ফিরিয়ে নিয়েছিল এবং অন্য পুত্র যে তার মায়ের বিষয়ে গর্ব করেছিল)
ইহারা রথে ও উহারা অশ্বে নির্ভর করে,
কিন্তু আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর
নামের কীর্ত্তন করিব।
গীতসংহিতা ২০:৭
আমাদের পাপ বহন করার জন্য
পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বর এই পৃথিবীতে এসেছেন।
আমাদের সাথে একটা যন্ত্রণাদায়ক মনুষ্যজীবন যাপন
করাটাই জগতের কাছ থেকে যথেষ্ট প্রশংসা পাওয়ার যোগ্য।
আত্মিক সন্তানোচিৎ প্রেম থেকে আসা আজ্ঞাকারীতা
বিশ্বাসের জীবনে, বিশ্বাস এবং আজ্ঞাকারীতার মত কার্য্য
আত্মিক পিতামাতার প্রতি সন্তানোচিৎ কর্তব্য থেকে সম্পন্ন হয়।
বিশ্বাসের পূর্বপুরুষরা, যেমন নোহ, অব্রাহাম, দানিয়েল
ও তার তিন বন্ধু ঈশ্বরের বাক্য বিশ্বাস করে
এবং পালন করে তাঁর প্রতি সন্তানোচিৎ কর্তব্য করেছিল।
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি