অব্রাহাম মল্কীষেদককে দশমাংশ দিয়েছিলেন, যিনি রুটী ও দ্রাক্ষারসের দ্বারা আশীর্বাদ দিয়েছিলেন এবং দায়ূদ ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, “তুমিই মল্কীষেদকের রীতি অনুসারে অনন্তকালীন মহাযাজক।”
প্রেরিত পৌলও এরকম বর্ণনা করে যে, “মল্কীষেদকের পিতা নাই, মাতা নাই, পূর্বপুরুষাবলি নাই”, খ্রীষ্টের বিষয়ে সাক্ষ্য দিয়েছিলেন, যিনি মনুষ্যজাতির উদ্ধারের জন্য পবিত্র আত্মার যুগে আবার আসবেন।
পুরাতন নিয়মের মল্কীষেদক রুটী ও দ্রাক্ষারসের দ্বারা অব্রাহামকে শারীরিক আশীর্বাদ দিয়েছিলেন। একইভাবে নতুন নিয়মের নিস্তারপর্বের রুটী ও দ্রাক্ষারসের দ্বারা যীশু পাপের ক্ষমা এবং অনন্ত জীবন দিয়েছেন। নতুন নিয়মের নিস্তারপর্ব পুনঃস্থাপিত করার দ্বারা, যা ১৬০০ বছর ধরে বিলুপ্ত ছিল, খ্রীষ্ট আনসাংহোং সাক্ষ্য দিয়েছেন যে তিনি হলেন ঈশ্বর, যিনি মল্কীষেদকের রীতি অনুসারে এসেছিলেন।
অব্রাম কদলায়োমরকে ও তাঁহার সঙ্গী রাজগণকে জয় করিয়া ফিরিয়া আসিলে পর, ...
এবং শালেমের রাজা মল্কীষেদক রুটী ও দ্রাক্ষারস বাহির করিয়া আনিলেন। ...
... তখন অব্রাম সমস্ত দ্রব্যের দশমাংশ তাহাকে দিলেন।
আদিপুস্তক ১৪:১৭-২০
তাহাতে শিষ্যেরা যীশুর আদেশ অনুসারে কর্ম্ম করিলেন, ও নিস্তারপর্ব্বের ভোজ প্রস্তুত করিলেন।...
যীশু রুটী লইয়া আশীর্ব্বাদপূর্ব্বক ভাঙ্গিলেন, ...
পরে তিনি পানপাত্র লইয়া ধন্যবাদপূর্ব্বক তাঁহাদিগকে দিয়া কহিলেন, ...
কারণ ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত,
যাহা অনেকের জন্য, পাপমোচনের নিমিত্ত, পাতিত হয়।
মথি ২৬:১৯-২৮
আর বাহিনীগণের সদাপ্রভু এই পর্ব্বতে ... এক ভোজ, পুরাতন দ্রাক্ষারসের,
... পুরাতন দ্রাক্ষারসের এক ভোজ প্রস্তুত করিবেন।
... তিনি মৃত্যুকে অনন্তকালের জন্য বিনষ্ট করিয়াছেন,
সেই দিন লোকে বলিবে, এই দেখ, ইনিই আমাদের ঈশ্বর;
আমরা ইহাঁরই অপেক্ষায় ছিলাম, ইনি আমাদিগকে ত্রাণ করিবেন;
যিশাইয় ২৫:৬-৯
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি