বিশ্বাস হল অদৃশ্য, কিন্তু এটা অবশেষে আজ্ঞাকারীতার কাজের দ্বারা প্রকট হয়।
ঈশ্বর আদি থেকে শেষঘোষণা করেছিলেন এবং ভবিষ্যতের বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন, বিশ্বাস ওআজ্ঞাকারীতার দ্বারা স্বর্গরাজ্য উদ্ধার অর্জন করার জন্য মানবজাতিকে অনুরোধকরেছিলেন।
কিছু আজ্ঞা দেন, সেটা তাঁর নিজের উপকারের জন্য নয়, কিন্তু আমাদের জন্য--রাজা যোশিয়, অব্রাহাম ও নোহর মত, আমাদের উপকার ও উদ্ধারের জন্য ।
এইভাবে, এই যুগেও, আত্মা ও কনে রূপে আসা খ্রীষ্ট আনসাংহোং এবং মাতা ঈশ্বর শিক্ষা পালন করার দ্বারা, মানবজাতি আশীর্বাদ পেয়েছে এবং অবশেষে ঈশ্বরের বিশ্রামে অংশ নেবে।
আমি তোমাকে অদ্য যে সকল আজ্ঞা আদেশ করিতেছি, যত্নপূর্ব্বক সেই সকল পালন করিবার জন্য যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ সহকারে কর্ণপাত কর, তবে তোমার ঈশ্বর সদাপ্রভু পৃথিবীস্থ সমস্ত জাতির উপরে তোমাকে উন্নত করিবেন;
আর তোমার ঈশ্বর সদাপ্রভুর রবে কর্ণপাত করিলে এই সকল আশীর্ব্বাদ তোমার উপরে বর্ত্তিবে ও তোমাকে আশ্রয় করিবে। . . .
ভিতরে আসিবার সময়ে তুমি আশীর্ব্বাদযুক্ত হইবে, এবং বাহিরে যাইবার সময়ে তুমি আশীর্ব্বাদযুক্ত হইবে।
দ্বিতীয় বিবরণ ২৮:১-৬
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি