ঈশ্বর সমস্ত লোকেদের স্বর্গে করা পাপের অনুতাপ করার সময় দিয়েছেন এবং তার সাথে খ্রীষ্ট আনসাংহোং
ও মাতা ঈশ্বর, যাঁরা শরীর ধারণ করে এসেছেন, তাঁদের বিশ্বাস করার সুযোগ দিয়েছেন।
তারপর, প্রত্যেক ব্যক্তির কার্যানুসারে, ঈশ্বর তাদের আলাদা করবেন যারা স্বর্গে যাবে এবং যারা বিচারিত হবে।
তাদের মধ্যে যারা বিচারিত হবে, ঈষ্করিয়োতীয় যিহূদার মত লোকেরা আছে যে তার ভুল বিচারের মাধ্যমে যীশুকে বিক্রি করেছিল এবং বিলিয়মের মত মিথ্যা নবী আছে যে তার মন্দ পরামর্শের দ্বারা ঈশ্বরের লোকেদের মূর্তিপূজায় চালিত করেছিল এবং লোকেরা যারা রবিবারের আরাধনা ও ক্রিসমাসের মত নিয়মের দ্বারা ঈশ্বরের সত্যকে নাশ করেছে
ও সূর্য দেবতার আরাধনা করেছে, ঠিক যেমন রাজা আহাব এবং ঈষেবল নাবোতের দ্রাক্ষাক্ষেত্র কেড়ে নিয়েছিল।
“দেখ, বিলিয়মের পরামর্শে তাহারাই পিয়োর দেবের বিষয়ে ইস্রায়েল-সন্তানগণকে সদাপ্রভুর বিপরীতে
সত্যলঙ্ঘন করাইয়াছিল, তন্নিমিত্তই সদাপ্রভুর মণ্ডলীতে মহামারী হইয়াছিল।”
গণনাপুস্তক ৩১:১৬
“তথাচ তোমার বিরুদ্ধে আমার কয়েকটী কথা আছে, কেননা তুমি সেই স্থানে বিলিয়মের শিক্ষাবলম্বী
কয়েক জনকে রাখিতেছ; সেই ব্যক্তি ইস্রায়েল-সন্তানদের সম্মুখে বিঘ্ন ফেলিয়া রাখিতে বালাককে শিক্ষা দিয়াছিল,
যেন তাহারা প্রতিমার কাছে উৎসৃষ্ট বলি ভক্ষণ ও বেশ্যাগমন করে।”
প্রকাশিত বাক্য ২:১৪
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি