জগতে অনেক আওয়াজ আছে, কিন্তু একমাত্র আওয়াজ যা ঘুমন্ত আত্মাদের জাগিয়ে তুলতে পারে তা হল পিতা আনসাংহোং এবং মাতা ঈশ্বরের কন্ঠস্বর, যাঁরা এই অন্ধকার জগৎকে বাঁচানোর জন্য এসেছেন।
যখন আমরা বিশ্রামদিন ও নিস্তারপর্বের মত নতুন নিয়মের পর্বের দ্বারা দেওয়া উদ্ধারের খবর ঘোষণা করব,
তখন ঘুমন্ত আত্মারা জেগে উঠবে এবং উদ্ধার পাবে।
যেভাবে যোনার আন্তরিক চিৎকারের দ্বারা নীনবীর সমস্ত ১,২০,০০০ লোক জেগে উঠেছিল, এবং পবিত্র আত্মা পাওয়া পিতরের চিৎকার শুনে ৩,০০০ লোক একদিনে অনুতাপ করেছিল, আজ যখন আমরা ঈশ্বরের এই বাক্যকে অনুশীলন করি, “আমার পক্ষ থেকে জগৎকে জাগিয়ে তোল”, তখন ঘুমন্ত আত্মারা জেগে উঠবে এবং সঠিক থেকে ভুল এবং স্বর্গ ও নরকের মধ্যে পার্থক্য করবে।
সাত দিন গত হইলে পর সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে
উপস্থিত হইল, হে মনুষ্য-সন্তান, আমি তোমাকে ইস্রায়েল-কুলের
প্রহরী নিযুক্ত করিলাম; অতএব তুমি আমার মুখে বাক্য
শ্রবণ কর, ও আমার নামে তাহাদিগকে সচেতন কর।
যিহিষ্কেল ৩:১৬-১৭
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি