যদি আমরা নিস্তারপর্বের দ্বারা ঈশ্বরের কাছে ফিরে যাই, তাহলে আমরা পাপের ক্ষমা
ও অনন্ত জীবন পেতে পারব। কিন্তু যদি কেউ ঈশ্বরের নিয়মের মধ্যে না থাকে, ঈশ্বর তাদের ছেড়ে দেবেন;
অবশেষে, যেহেতু তাদের মধ্যে মন্দ আত্মা প্রবেশ করে তাই তারা করুণ পরিণামের সম্মুখীন হবে,
যেমন রাজা শৌল ও ঈষ্কোরিয়োতীয় যিহূদার সাথে হয়েছিল।
যখন রাজা হিষ্কিয় এটা ঘোষনা করার জন্য বার্তাবাহককে পাঠিয়েছিল যে, “ঈশ্বরের কাছে ফিরে আসার জন্য নিস্তারপর্ব পালন কর,” তখন উত্তর ইস্রায়েলের লোকেরা তাদের ঠাট্টা ও উপহাস করেছিল। অবশেষে,
এই লোকেরা নাশ হয়ে গিয়েছিল। আজকের দিনে যে লোকেরা এরকম প্রতিক্রিয়া দেখায়, তারাও উত্তর ইস্রায়েলের লোকেদের মত একই পরিণামের সম্মুখীন হবে।
যদিও জগতে অনেক চার্চ আছে, শুধুমাত্র সেই চার্চ যেটা নিস্তারপর্ব পালন করে, যা হল ঈশ্বরের প্রতিজ্ঞা, সেটাই বলতে পারে যে তারা ঈশ্বরের কাছে ফিরে এসেছে এবং সেই চার্চ হিসাবে আশীর্বাদ পায় যেখানে ঈশ্বর তাদের সাথে থাকেন।
পরে লোকেরা যেন ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে নিস্তারপর্ব পালন করিবার জন্য যিরূশালেমে সদাপ্রভুর গৃহে আইসে, এই জন্য হিষ্কিয় ইস্রায়েলের ও যিহূদার সর্বত্র দূত পাঠাইলেন, এবং ইফ্রয়িম ও মনঃশিকেও পত্র লিখিলেন। ... হে ইস্রায়লে-সন্তানগণ, তোমরা অব্রাহামের, ইস্হাকের ও ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর প্রতি ফির; ... ২ বংশাবলি ৩০:১-৬
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি