মনুষ্যজাতির উদ্ধারকর্তা ঈশ্বর, নিস্তারপর্বের দ্বারা আমাদের পাপের ক্ষমা এবং অনন্ত স্বর্গরাজ্যের আশীর্বাদ প্রদান করেছেন এবং শক্তিশালীভাবে ঘোষণা করেছেন যে যারা নিস্তারপর্ব পালন করবে তারা ঈশ্বরের লোক হিসাবে স্বীকৃত হবে, যারা স্বর্গের নাগরিকতা পাবে এবং উদ্ধার পাবে।
যীশু যিনি ২,০০০ বছর আগে এসেছিলেন, তার সাথে এই যুগে, খ্রীষ্ট আনসাংহোং এবং মাতা ঈশ্বর অনবরত আমাদের শিক্ষা দিয়েছেন যে নিস্তারপর্ব পালন না করে শুধুমাত্র মুখে ঈশ্বর বলে ডাকা হল একটা অস্পষ্ট বিশ্বাস।
এছাড়াও, যে কারণে ঈশ্বর তাদের জন্য দ্বিতীয় নিস্তারপর্ব মঞ্জুর করেছেন যারা নিরূপিত সময়ে এটা পালন করতে পারেনি, কারণ নিস্তারপর্ব হল একটা খুবই গুরুত্বপূর্ণ পর্ব যা ঈশ্বরের সত্য লোকেদের পার্থক্য করে।
ইস্রায়েল-সন্তানগণ যথাসময়ে নিস্তারপর্ব্ব পালন করুক। …
কিন্তু কয়েক জন লোক একটী মানুষের শব স্পর্শ করায় অশুচি হওয়া প্রযুক্ত সেই দিন নিস্তারপর্ব্ব পালন করিতে পারিল না; …
পরে সদাপ্রভু মোশিকে কহিলেন,
… তথাপি সে সদাপ্রভুর উদ্দেশে নিস্তারপর্ব্ব পালন করিবে।
দ্বিতীয় মাসে চতুর্দ্দশ দিবসের সন্ধ্যাকালে তাহারা তাহা পালন করিবে; …
কিন্তু যে কেহ …
সে যদি নিস্তারপর্ব্ব পালন না করে, তবে সেই প্রাণী আপন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে; …
গণনা পুস্তক ৯:২-১৩
“Thus, by their fruit you will recognize them.
Not everyone who says to me, ‘Lord, Lord,’ will enter the kingdom of heaven, but only the one who does the will of my Father who is in heaven.”
অতএব তোমরা উহাদের ফল দ্বারাই উহাদিগকে চিনিতে পারিবে।
যাহারা আমাকে হে প্রভু, হে প্রভু বলে, তাহারা সকলেই যে স্বর্গ-রাজ্যে প্রবেশ করিতে পাইবে, এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে, সেই পাইবে।
মথি ৭:২০-২১
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি