“ধনী ব্যক্তি এবং লাসার”-এর দৃষ্টান্তের মাধ্যমে যীশু স্পষ্টভাবে দেখিয়েছিলেন দেহ এবং আত্মা নিয়ে একজন মানুষ গঠিত এবং আমাদের স্বর্গ এবং নরকের বিষয়ে চিন্তা করতে শিখিয়েছেন যেখানে আমাদের শারীরিক দেহের মৃত্যুর পরে আমাদের প্রত্যেকের আত্মা যাবে।
চার্চ অফ গড-এর সদস্যরা তাদের সমস্ত পাপপূর্ণ স্বভাবকে ত্যাগ করে দিয়ে, প্রত্যেকদিন পবিত্র ও ধার্মিক খ্রীষ্টানের জীবনযাপন করে, ঈশ্বরের এই বাক্য অনুসারে যে, প্রত্যেক ব্যক্তি তাদের কাজ অনুসারে বিচারিত হবে এবং খ্রীষ্ট আনসাংহোং ও মাতা ঈশ্বরের শিক্ষা অনুসারে, যাঁরা বলেন, “ঈশ্বরের শিক্ষা অনুসারে আজ্ঞাকারীতার এবং অনুতাপের জীবনযাপন করা হল গুরুত্বপূর্ণ।”
আর আমি দেখিলাম, ক্ষুদ্র ও মহান্ সমস্ত মৃত লোক সেই সিংহাসনের সম্মুখে দাঁড়াইয়া আছে; পরে “কয়েকখান পুস্তক খোলা গেল”, এবং আর একখানি পুস্তক, অর্থাৎ জীবন-পুস্তক খোলা গেল, এবং মৃতেরা পুস্তকসমূহে লিখিত প্রমাণে “আপন আপন কার্য্যানুসারে” বিচারিত হইল।
প্রকাশিতবাক্য ২০:১২
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি