পাঁচটি রুটী এবং দুটি মাছের ইতিহাসে, ঈশ্বর বলেছেন যে আশ্চর্যজনক রুটী যা ৫,০০০ লোকেদের খাওয়ায় সেটা হল নশ্বর ভক্ষ্য।
এছাড়াও, তিনি বলেছিলেন যে মরুভূমিতে ৪০ বছরের যাত্রার সময় দেওয়া আশ্চর্যজনক মান্না হল সেই খাবার যা তারা খেলেও মারা যাবে।
কিন্তু, যেহেতু নিস্তারপর্বের রুটীর আসল হলেন যীশু, তাই তিনি বলেছিলেন যে এটা হল সেই খাদ্য যা অনন্ত জীবন দেয়।
চমৎকারের জগতে, মানুষের সামর্থ্য দিয়ে করা যায় এমন কিছুই নেই।
মরুভূমিতে, দশ জন গুপ্তচর, শুধু এই চিন্তা করে যে তারা কি করতে পারে কনানকে নিরীক্ষণ করেছিল।
কিন্তু, যিহোশূয় ও কালেব চিন্তা করেছিল ঈশ্বর কি করতে পারেন।
যিহোশূয় ও কালেবের মত, ঈশ্বরের মণ্ডলী খ্রীষ্ট আনসাংহোং এবং মাতা ঈশ্বরের শক্তির উপর নির্ভর করে
সারা জগতে নতুন নিয়মের সুসমাচার প্রচার করে।
আমিই জীবন-খাদ্য।
তোমাদের পিতৃপুরুষেরা প্রান্তরে মান্না খাইয়াছিল, আর তাহারা মরিয়া গিয়াছে।
এ সেই খাদ্য, যাহা স্বর্গ হইতে নামিয়া আইসে, যেন লোকে তাহা খায়, ও না মরে।
আমিই সেই জীবন্ত খাদ্য, যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে।
কেহ যদি এই খাদ্য খায়, তবে সে অনন্তকাল জীবিত থাকিবে।
[যোহন ৬:৪৮-৫১]
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি