পবিত্র আত্মার যুগে, ঈশ্বর বাইবেলে ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, স্ত্রী ও তার বংশের অবশিষ্ট সন্তানদের এবং শয়তান ও তার অনুগামীদের মধ্যে একটা বড় আত্মিক যুদ্ধ হবে। যখন ঈশ্বর তাদের আলাদা করেন যারা উদ্ধার পাবে এবং যারা উদ্ধার পাবে না, তখন শুধুমাত্র স্ত্রীর পক্ষে, অর্থাৎ মাতা ঈশ্বরের পক্ষে দাঁড়িয়ে আমরা মহান আত্মিক যুদ্ধে জয়ী হতে এবং উদ্ধারের আশীর্বাদ পেতে পারি।
ঈশ্বর আনসাংহোং স্পষ্টভাবে পৃথিবীর পরিবার পদ্ধতি এবং হবার সৃষ্টির প্রক্রিয়ার দ্বারা আমাদের জানিয়েছেন যে, মাতা ঈশ্বরের অস্তিত্ব আছে এবং স্ত্রীর বংশের অবশিষ্ট সন্তানদের, ঈশ্বরের মণ্ডলীর সদস্যদের সারা জগতে যিরূশালেম মাতার মহিমা প্রচার করা উচিৎ।
আর সেই স্ত্রীলোকটীর প্রতি নাগ ক্রোধান্বিত হইল, আর তাহার বংশের সেই অবশিষ্ট লোকদের সহিত, যাহারা ঈশ্বরের আজ্ঞা পালন ও যীশুর সাক্ষ্য ধারণ করে, তাহাদের সহিত যুদ্ধ করিতে গেল। আর সে সমুদ্রের বালুকার উপরে দাঁড়াইল। ... প্রকাশিত বাক্য ১২:১৭-১৩:১
হে যিরূশালেম, আমি তোমার প্রাচীরের উপরে প্রহরিগণকে নিযুক্ত করিয়াছি; তাহারা কি দিন কি রাত্রি কদাচ নীরব থাকিবে না। তোমরা, যাহারা সদাপ্রভুকে স্মরণ করাইয়া থাক, তোমরা ক্ষান্ত থাকিও না, এবং তাঁহাকেও ক্ষান্ত থাকিতে দিও না, যে পর্য্যন্ত তিনি যিরূশালেমকে স্থাপন না করেন, ও পৃথিবীর মধ্যে প্রশংসার পাত্র না করেন। যিশাইয় ৬২:৬-৭
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি